
বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে ‘বীর’ ছবির মুক্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন চিত্রনায়ক শাকিব খান।
তিনি বলেন, একটা সময় ছিলো বেশি দিন না। চারপাঁচ বছর আগের কথা। সকালে এক ছবিতে দুপুরে এক ছবিতে এবং ডাবিং বা রাতে আরেক চলচ্চিতলত্রে কাজ করতাম। এভাবেই চলতো চলচ্চিত্রের কাজ। দারুণ সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমাদের চলচ্চিত্র। কিন্তু হঠাৎ করে এক ঝরো হাওয়ায় আস্তে আস্তে চলচ্চিত্রের দুর্দিন নেমে এলো।’
অনুষ্ঠানে তার আগে শাকিবকে উদ্দেশ্য করে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, অভিনেতা শাকিব খানকে অনুরোধ করে বলছি, বছরে অন্তত ছয়টা ছবি নিজে বানাবেন এবং যে সব প্রযোজক বসে আছেন তাদের যেভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



