জুমবাংলা ডেস্ক : বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হ*ত্যায় মাদ*কের সম্পর্ক রয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এবং রিফাত ও নয়নদের পূর্বপরিচিতরা। তারা বলছেন, প্রভাবশালীদের কারণে তদন্তে মা*দকের বিষয়টি সামনে আনা হচ্ছে না।
তবে স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশ মা*দকের সংশ্লিষ্টতার বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেন।
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হ*ত্যার মূল আসামি নয়ন কিছুদিন আগে মা*দকসহ গ্রেফতার হয়েছিলেন। রিফাত শরীফকেও মা*দকসহ গ্রেফতার করে পুলিশ।
রিফাত হ*ত্যার আসামিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় এক কমিশনার ও বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক সম্প্রতি মা*দকসহ ধরে পুলিশের কাছে দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের ছেলে সুনাম দেবনাথের প্রভাবে তারা দ্রুত ছাড়া পেয়ে যান বলে মন্তব্য করেন তিনি।
বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির এবং সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকুসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার দাবি, মা*দকের পেছনে প্রভাবশালীরা আছেন বলে, মা*দক থেকে থেকে দৃষ্টি সরাতে রিফাত হ*ত্যার পেছনে শুধু মিন্নিকেই দায়ী করা হচ্ছে।
রিফাত শরীফ এবং নয়নের সাথে যাদের জানাশোনা ছিলো তারাও বলছে, এ হত্যার অন্যতম প্রধান কারণ মা*দক। তবে মা*দক ব্যবসার পেছনে সুনাম দেবনাথ জড়িত নন বলে মন্তব্য করেছেন তার বাবা, সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পুলিশ বলছে, রিফাত হ*ত্যার পেছনে মা*দকের সংশ্লিষ্টতা নেই।
এলাকাবাসীর দাবি, রিফাত শরীফ হ*ত্যার সাথে মা*দকের সম্পর্কের বিষয়টি তদন্তে উঠে এলে মা*দকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি থাকার পরও বরগুনায় ই*য়াবার বিষয়টি উঠে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।