আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো একের পর এক দখলে নিচ্ছেন ভোটের দাপটে। জয়ের জন্য মাত্র ছয় ইলেক্টোরাল ভোট দূরে থেকে নেভাদাতে এগিয়ে ছিলেন আগেই। শেষ মুহূর্তে এসে দখলে নেন জর্জিয়া। এরপর আবার পেনসিলভেনিয়াও। যে দুটিতে শুরু থেকেই এগিয়ে ছিলেন ট্রাম্প। অর্থাৎ বলা চলে, জয় এবার বাইডেনের পক্ষে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ তার নির্বাচনী টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তারা বলছে, ‘সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে। এটা কোনো একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন।’
ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, ‘সব বৈধ ভোট গণনা করতে হবে এবং সব অবৈধ ভোট গণনা করা হবেনা’ বলে যে ‘মূল আদর্শ’ রয়েছে ডেমোক্র্যাটরা তাতে বাধা দিচ্ছে। আপনাদের ও জাতির পক্ষ হয়ে এই লড়াই আমি কখনই ত্যাগ করবো না।’
ট্রাম্প বার বার করে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের পর যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই ‘অবৈধ’। তবে যেসব ব্যালটপেপারের ওপর (ভোটের দিন) ৩ নভেম্বরের সিল রয়েছে সেগুলো গণনা করা হবে।
শনিবার দুপুর ১টা পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।