স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর আগে ন্যু ক্যাম্পে নিজের ৬ষ্ঠ ব্যালন ডি’অর তুলে ধরেছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। রিয়াল মায়োরকার বিপক্ষে মেসি যেন আবারও জানান দিলেন, কেন ফিফার বর্ষসেরার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি।
ব্যালন ডি’অর উঁচিয়ে ধরার দিনে আবারও রেকর্ড গড়লেন ‘লা পুলগা’, লা লিগায় ২৮৮ ম্যাচে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর ৩৪ হ্যাটট্রিকে এই মৌসুমেই ভাগ বসিয়েছিলেন মেসি। লিগে ৪৬২তম ম্যাচে এবার সেটা টপকে গেলেন তিনিই (৩৫)।
মেসির ব্যালন ডি’অর উপস্থাপন, হ্যাটট্রিক এবং রেকর্ডের রাতে মায়োরকাকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে এর্নেস্তো ভালভার্দের দল।
তবে সতীর্থ মেসির হ্যাট্রিকের দিনে এক দুর্লভ শটে জীবনের সেরা গোলটি করে ফেলেলেন লুইস সুয়ারেজ। এই গোলটাকে নিজের কেরিয়ারের সেরা বলে উল্লেখ করেছেন স্বয়ং এই উরুগুয়ান তারকা। কী ভাবে গোল করলেন বার্সার ৯ নম্বর জার্সিধারী? সুয়ারেজের ব্যাক হিলে গোলটার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে পাসের মালা গাঁথে বার্সেলোনা। সুয়ারেজের গোলটার ক্ষেত্রেও তেমনই ঘটেছিল। নিজেদের মধ্যে একাধিক পাস খেলেন বার্সার প্লেয়াররা। মায়োরকার ফুটবলাররা তখন নিজেদের গোলের সামনে পায়ের জঙ্গল তুলে দিয়েছেন। কিন্তু, বার্সা তো অন্য গ্রহের ফুটবল খেলে।
পাসের বিচ্ছুরণে মায়োরকার ডিফেন্সকে সম্মোহীত করে সুয়ারেজের উদ্দেশে বল বাড়ান ডি জং। ব্যাক হিলে গোল করেন সুয়ারেজ। মায়োরকার গোলকিপার রেইনার নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে যায়। ব্যাক হিল করার পরে বলের গতিপথও আর দেখেননি সুযারেজ। হয়তো বুঝে গিয়েছিলেন ব্যাকহিল আশ্রয় নেবে মায়োরকার জালে। আর সেটাই হয়েছে।
https://twitter.com/FootballWTF247/status/1203600041287585792
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।