জুমবাংলা ডেস্ক :পৃথিবীর সর্ববৃহৎ ফুল হিসেবে পরিচিত র্যা ফ্লেশিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার বৃষ্টিচ্ছায় অরণ্যে এই ফুলের দেখা মেলে। তবে এই ফুল যত না আকর্ষণ করে, তার চেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। কারণ, প্রথমত এটি পরজীবী। অর্থাৎ অন্যের উপর নির্ভর করে বাঁচে এবং ক্ষণজীবী।
এই ফুলের আয়ু থাকে অল্প কয়েকদিন। সম্প্রতি ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে এর দেখা মিলেছে। সবচেয়ে বড় ফুল হলেও এটি দেখতে ভয়ঙ্কর। এর গন্ধও খুব বাজে।
এই ফুলের কাছে গেলে এমনই দুর্গন্ধ পাওয়া যায় যে, পেট থেকে সব বের হয়ে আসার উপক্রম হতে পারে। তাই এটিকে অনেকে মরার ফুলও বলে থাকেন। মাত্র কয়েক দিনের জন্যই ফুলটি ফোটে। আর ওই সময় কটু গন্ধে এর চারপাশ ভরে যায়। লাল রঙের এই ফুলের মোট পাঁচটি পাপড়ি। -সিনহুয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।