স্পোর্টস ডেস্ক: এটিপি ফাইনালসে ২০১৯ সালের চ্যাম্পিয়ন স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
ক্লে-কোর্টের রাজা নাদাল প্রথম সেট জিতে যান ৬-৪ গেমে। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান গ্রিক প্রতিপক্ষ সিটসিপাস। সমতায় ফেরেন ৬-৪ গেমে জিতে।
তবে তৃতীয় সেটে আর কোনও ভুল হয়নি নাদালের। লন্ডনের এ টেনিস আসরের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন ৬-২ গেমে জিতে।
প্রসঙ্গত, শনিবার (২১ নভেম্বর) ফাইনাল নিশ্চিত করতে রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভের বিপক্ষে লড়াই করবেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।