জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌবাহিনী এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে।
আজ খুলনার মহেশ্বরপাশায় অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) এবং সাউথ সেন্ট্রাল রোডের সরকারি শিশু পরিবার বালিকা (তাম্বি হাউজ)-এর এতিম শিশুদের মধ্যে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করে নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, খুলনা নেভাল এরিয়া কমান্ডারের আয়োজনে ইতিমধ্যে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, বরগুনা ও ঝিনাইদাহ জেলার ৩৬টি মাদ্রাসার ৮০০ জন ছেলে ও ৮০০ জন মেয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী হিসেবে ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী-পায়জামা ও টুপি এবং মেয়ে শিশুদের জন্য সেলোয়ার, কামিজ ও হিজাব প্রদান করা হয়েছে। নৌবাহিনীর এ উদ্দ্যোগের মাধ্যমে ১৬০০ জন সুবিধাবঞ্চিত শিশু ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উদযাপন করতে সক্ষম হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।