‘এতো টাকা দিয়ে শাহরুখই তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন‘

‘এতো টাকা দিয়ে শাহরুখই তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন‘

বিনোদন ডেস্ক : ২ নভেম্বর ছিল বলিউড বাদশা শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। প্রত্যেকবারের মতো এবারো মান্নতের ব্যালকনিতে এসে হাত নেড়ে আর সিগনেচর স্টাইলে পোজ দিয়ে ভক্তদের মন জিতে নেন কিং খান। জন্মদিনের সেই মুহূর্তটায় যদি একবার ফিরে যান তাহলে মনে পড়ে যাবে শাহরুখের পরনে ছিল সাদা ডেনিমের সঙ্গে মাননাসই সাদা টাই আর জ্যাকেট। সেই সঙ্গে নজরে এসেছে কিং হাতের কার্টিয়ার ব্রেসলেটগুলো।

‘এতো টাকা দিয়ে শাহরুখই তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন‘

শাহরুখের এই সাজের মূল্যটা ঠিক কত? শুনলে চোখ উঠবে কপালে। প্রায় কোটি টাকার কাছাকাছি সাজ সরঞ্জামে সেজে ভক্তদের সামনে হাজির হন কিং খান। একটি ইনস্টাগ্রাম পেজের তথ্য অনুযায়ী, ‘পাঠান’ শাহরুখের সাজসজ্জার উপাদানগুলোর টাকার অঙ্ক প্রায় ৯৭ লাখ। শাহরুখ খানের সাজসজ্জার মধ্যে সবচেয়ে মূল্যবান তার রোলেক্সের ঘড়ি। ৭৪ লাখ টাকার ঘড়ির সঙ্গে শাহরুখের হাতে যে কার্টিয়ার ব্রেসলেটগুলো ছিল সেগুলোর দাম প্রায় ছয় লাখ টাকারও বেশি। জিন্স, জ্যাকেট আর স্নিকারের দামও একেবারে আকাশছোঁয়া।

শাহরুখ খান যা ব্যবহার করেন

এ খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শাহরুখ খানকে একহাত নিলেন নেটিজেনরা। তাদের মতে, ‘এতো টাকা দিয়ে শাহরুখই তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন।‘

গভীর রাতে নিরাহুয়ার সঙ্গে অস্থির রোমান্সে মাতলেন আম্রপালি