বিনোদন ডেস্ক : যারা সিনেমা করে না, একে অপরের সমালোচনা দিয়ে আলোচনায়, তাদের সিনেমাপাড়া থেকে বের করে দেওয়া উচিত বলে মনে করেন অভিনেতা সিদ্দিক। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে আলোচিত এই অভিনেতা এ অভিমত প্রকাশ করেন।
সিদ্দিক বলেন, নেই কোনো সম্মান, শ্রদ্ধাবোধ, ক্যামেরার সামনে পেলেই শুধু আছে সমালোচনা, বদনাম, আর অভিযোগ। সিনেমাপাড়ায় এক ধরনের লোক আছে, যারা প্রফেশনালি শুধু এই কাজগুলো করে।
এদেরকে সিনেমাপাড়া থেকে বের করে দেওয়া উচিত।
সিনেমার সঙ্গে নিজের শৈশবকে মেলে ধরে সিদ্দিক বলেন, সিনেমা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোসল করে নতুন কাপড়চোপড় পরে চলে যেতাম সিনেমা হলে শুভ মুক্তি সিনেমা দেখতে। সারা দিনে তিন হলে তিনটা সিনেমা দেখতাম। কী যে আনন্দ ছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।
সিদ্দিক বর্তমান প্রেক্ষাপটকে মিলিয়ে বলেন, যারা যারা আমার মতো এই কাজটি করতেন তারা আমার অনুভূতিটা বুঝতে পারবেন। তখনকার সময় সিনেমা ছিল স্বপ্ন, মনের আনন্দ, আর এখনকার সিনেমা মানে সমালোচনা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা। আমার মনে হয়, আমার মতো সবাই খেয়াল করবেন, সোশ্যাল মিডিয়ার সমালোচনা কাকে বলে?
যারা বিতর্কে মেতে থাকে তাদের উদ্দেশে এই অভিনেতা বলেন, আমি ব্যক্তিগতভাবে একটা সিনেমা করেছি, ‘এইতো ভালোবাসা’, ৫১টা অফার ফেরত দিয়েছি। শুধু এই কাদা ছোড়াছুড়ির ভয়, যারা যারা প্রফেশনালি কাদা ছোড়াছুড়ি করেন, আপনারা দয়া করে এই কাজটি ছেড়ে অন্য কোনো কাজ করেন। সিনেমাপ্রেমীদেরকে তাদের কাজটা করতে দিন, তা না হলে যেকোনো সময় ভিলেন রাজিবের মতো লাথি খেতে পারেন। বাংলা সিনেমার জয় হোক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।