জুমবাংলা ডেস্ক : বিশ্বব্যাপী স্বনামধন্য ব্র্যান্ড নোকিয়া প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদন করতে যাচ্ছে মোবাইল ফোন সেট। এরইমধ্যে উৎপাদনকারী দল দেশে ফোন তৈরির কারখানার জন্য ৩৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বুধবার (৫ মে) মার্কেটিং অ্যান্ট ব্র্যান্ড সংক্রান্ত নিউজ ওয়েবসাইট মার্কেডিয়াম এ তথ্য জানিয়েছে।
Advertisement
গত মার্চে যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও বাংলাদেশ ইউনিয়ন গ্রুপ নোকিয়া ফোন উৎপাদনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) কাছে নিবন্ধনপত্র নিয়েছে।
তারা এখন বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। ছাড়পত্র পেলে তারা সব মেশিনারি ও আনুষঙ্গিক জিনিসপত্র আমদানি করবে।
জানা গেছে, গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নোকিয়ার ফ্যাক্টরি গড়ে তোলা হবে। করোনা সংক্রান্ত সমস্যা ও ঈদের কারণে এর কাজ শুরু বিলম্ব হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।