শাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ দেওয়া হবে কি না— আইন ও বিধি যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত নেবে কমিশন।
এর আগে বিকল্প প্রতীক বাছাইয়ের জন্য গত রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসি। তবে শেষদিন এনসিপির একটি প্রতিনিধিদল আবারও শাপলা প্রতীকের দাবিতে আবেদন জানায়।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন আবেদন পাওয়ার পর বিষয়টি কমিশন সভায় পুনরায় উত্থাপন করা হবে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন,“আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম। শেষদিন তারা আবারও শাপলা প্রতীকের পক্ষে আবেদন করেছে। এখন কমিশন সিদ্ধান্ত দেবে, প্রতীকটি দেওয়া হবে কি না।”
রোববার সকালে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল।
কমিশনে এসে এনসিপি নেতারা বলেন, কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।