জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সহ চার রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন একটি রাজনৈতিক জোট আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে জোটটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বেলা ১১টায় ঘোষণার অনুষ্ঠানের মধ্য দিয়ে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেন।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, “চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়ায় আছি। সামনে নির্বাচন থাকায় আমরা জোটগতভাবেই নির্বাচনে অংশ নেব।”
জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন আগে ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক থাকলেও ২০২৪ সালের আগস্টের পর থেকে ওই জোটের কার্যক্রম মন্থর হয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়।
নতুন জোটের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অন্য দিকে বিএনপির যুগপৎ আন্দোলনের অংশীদার গণতন্ত্র মঞ্চের সঙ্গে এখনো নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। মঞ্চের একটি সূত্র জানায়, মঞ্চের ছয় দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলের জন্য বিএনপির পক্ষ থেকে আসন ছাড়ার বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়।
তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য আসন ছাড়ার বিষয়ে বিএনপি ইতিবাচক সাড়া না দেওয়ায় দলটির শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।
গণতন্ত্র মঞ্চ ছাড়ার কারণ জানতে চাইলে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই, নতুন জোটে যাচ্ছি।
সূত্র মতে, চার দলের সমন্বয়ে গঠিত নতুন জোটের আত্মপ্রকাশ হবে বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে। জোটের রূপরেখার তিনটি কাঠামো ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য নাম রাখা হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
এতে থাকছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে একটি বৈঠক চলছে। সেখানে জোট ঘোষণাসহ জোটের নাম, রূপরেখা এবং এনসিপির অবস্থান নিয়ে আলোচনা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



