Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনা পরীক্ষার কিট আমরা দিতে পারবো : ড. বিজন
    Coronavirus (করোনাভাইরাস) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

    এপ্রিলের মাঝামাঝি সময়ে করোনা পরীক্ষার কিট আমরা দিতে পারবো : ড. বিজন

    জুমবাংলা নিউজ ডেস্কMarch 26, 20203 Mins Read
    Advertisement

    হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে: সার্স ভাইরাস টেস্টের কিট বানানোর কাঁচামাল থেকেই করোনা ভাইরাস টেস্টের কিট তৈরি করেছেন বাংলাদেশের গবেষক ড. বিজন কুমার শীল৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই কিট তৈরির গল্প এবং এর গুণের কথা৷

    করোনা ভাইরাসের র‌্যাপিড টেস্ট কিট ‘গণস্বাস্থ্য র‌্যাপিড ডট ব্লট’ আবিস্কার করেছেন বিজ্ঞানী ড. বিজন কুমার শীল৷ এখন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তার গবেষণা দলে সঙ্গে রয়েছেন তিনি৷ কিট সরকারে হাতে তুলে দেয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবেন বলে জানান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আজ-কালের মধ্যে কাঁচামাল এসে যাবে৷ সরকারের আন্তরিক সহায়তায় সব প্রক্রিয়া শেষ হয়েছে৷ এপ্রিলের মাঝামাঝি সময়ে এই কিট আমরা দিতে পারবো৷’’

    সার্স ভাইরাস পরীক্ষার কিটের পেটেন্ট ড. বিজন কুমারের নিজের৷ ২০০৩ সালে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিতে  চাকুরি করার সময় এই কিট আবিস্কার করেন৷ ল্যাবরেটরিতে ভাইরাস তৈরি করে তা থেকেই টেস্টিং কিট তৈরি করা হয় তখন৷

    এবারও ল্যাবরেটেরিতে তৈরি করোনা ভাইরাসের একটি পার্টিকেল থেকে টেস্টিং কিট তৈরি হচ্ছে৷ তবে বাংলাদেশে ওই মানের ল্যাবরেটরি না থাকায় সেটা এখানে সম্ভব হচ্ছে না৷ যুক্তরাজ্য থেকে কাঁচামাল আনা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘এবার আমরা যে পার্টিকেল আনছি সেটা নিরাপদ, বয়োলোজিক্যাল হ্যাজার্ড ফ্রি৷’’

    ড. বিজন কুমার বলেন, ‘‘যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে৷ অন্যদিকে আরো অনেক দেশ কিট উৎপাদনের জন্য এই কাঁচামাল চায়৷ তাই চাহিদা অনেক৷ তবে আমরা কাঁচামাল পাচ্ছি এটাই আশার কথা৷’’

    কিভাবে এই কিট আবিষ্কার করেছেন সেই কাহিনি জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘২০০৩ সালের সার্স ভাইরাস আর এখনকার যে কোভিড-১৯ (করোনা)-এর বেশ মিল আছে৷ ৮০ ভাগ মিল আছে৷ ওটা ছিল সার্স করোনা ভাইরাস-১ এবং এখনকারটা সার্স করোনা ভাইরাস-২৷ নাম দেয়া হয়েছে কোভিড৷ আমি সিঙ্গাপুরে ল্যাবরেটরিতে এই ভাইরাসটি নিজে গ্রো করিয়ে কাছ থেকে দেখেছি, যেটা এই মুহূর্তে ভাবলে ভয় লাগে৷’’

    ‘আমাদের কিট অন্যদের চেয়ে আলাদা, ইউনিক’

    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. বিজন কুমার শীলের দাবি, ‘‘বিশ্বে করোনা টেস্টের কিট আরো আছে৷ কিন্তু আমাদেরটা তাদের চেয়ে আলাদা, ইউনিক৷ আমাদের এই কিটের বৈশিষ্ট্য হলো, এটা কোনো পজেটিভ কেসকে বাদ দেবে না৷ এটাই মূল সাফল্য৷ কারণ, টেস্টে পজেটিভ কেস বাদ পড়লে করোনা ছড়িয়ে পড়ে৷ আর অন্যান্য র‌্যাপিড কিটে ব্লাড দিয়ে করে৷ আমাদেরটা হলো ডট ব্লট৷ রক্তের সিরাম থেকে করা হয়৷ খুবই সেনসিটিভ এবং ১৫ মিনিটে ফল পাওয়া যাবে৷ তবে আমাদের যদি ল্যাবরেটরি থাকত, আমরা যদি ভাইরাসটা এখানের ল্যাবরেটরিতে গ্রো করে কাঁচামাল তৈরি করতে পারতাম তাহলে অনেক বেশি আশাগ্রস্ত হতে পারতাম৷’’

    তিনি বলেন, ‘‘এখন করোনার মূল সমস্যা হচ্ছে আতঙ্ক৷ আর এখন ফ্লুর সিজন৷ মানুষ সর্দি-কাশি হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন৷ আমরা প্রাথমিকভাবে এক লাখ বা আরো যত বেশি পারি তৈরি করব৷ ফলে মানুষ টেস্ট করাতে পারবে৷ ফলে আতঙ্ক কেটে যাবে৷ আতঙ্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়৷’’

    তিনি জানান, ‘‘করোনা ভাইরাস এখন আমাদের পরিবেশে ‘অ্যাডাপ্টেশন’ পর্যায়ে আছে৷ তবে আমাদের তাপমাত্রাও বাড়ছে৷ বেশি তাপমাত্রায় ভাইরাসটি বেশিক্ষণ টিকতে পারে না৷ আক্রান্ত কেউ খুব কাছে থেকে হাঁচি বা কাশি না দিলে এটা ছড়ায় না৷ খুব দূরে ভাইরাসটি যায় না৷ তাই আশা করি, আমরা হয়ত ধাক্কা কাটিয়ে উঠতে পারব৷’’

    ড. বিজন কুমার বলেন, ‘‘আমাদের আতঙ্ক কাটিয়ে উঠতে হবে৷ মানুষকে আশ্বস্ত করতে হবে৷ আমার আবিস্কৃত এই কিট যদি মানুষের উপকারে লাগে, আমি খুশি হবো৷ আমার জন্ম স্বার্থক হবে৷’’

    তাঁর সঙ্গে করোনা র‌্যাপিড টেস্ট কিট তৈরির কাজে আরো যুক্ত আছেন: ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রঈদ জমির উদ্দিন ড. ফিরোজ আহমেদ এবং সিংগাপুরের একজন গবেষক৷

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি মেডিসিনে মাস্টার্স করা বিজন কুমার ডক্টরেট করেছেন ইংল্যান্ডের সারে ইউনিভার্সিটি থেকে, ১৯৯১ সালে৷ সেখানে ১০ বছর কাজ ছ ২০০২ সাল থেকে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সিতে কাজ শুরু করেন৷ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে গত ১ ফেব্রুয়ারি ভাইরোলজি বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি৷ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানীও ড. বিজন কুমার৷ তার স্ত্রীও একজন ভেটেনারি ডাক্তার৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘জাতীয় (করোনাভাইরাস) coronavirus আমরা এপ্রিলের করোনা কিট ড. দিতে পরীক্ষার পারবো: প্রযুক্তি বিজন বিজ্ঞান মাঝামাঝি সময়ে’
    Related Posts
    ঝড়ের আঘাত হতে পারে

    ঝড়ের আঘাত হতে পারে ৭ জেলায়, সতর্ক থাকুন!

    July 16, 2025
    আবু সাঈদ স্ফুলিঙ্গেই পতন

    আবু সাঈদ স্ফুলিঙ্গেই পতন হয় হাসিনা সরকারের

    July 16, 2025
    আবু সাঈদ স্মরণে আজ

    আবু সাঈদ স্মরণে আজ জুলাই শহীদ দিবস

    July 16, 2025
    সর্বশেষ খবর
    গুঞ্জন তবে সত্যি

    গুঞ্জন তবে সত্যি? কবীরের প্রেমেই কৃতি!

    ঝড়ের আঘাত হতে পারে

    ঝড়ের আঘাত হতে পারে ৭ জেলায়, সতর্ক থাকুন!

    মিউচুয়াল ফান্ড

    মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানুন: ভবিষ্যত সুরক্ষিত করার বিজ্ঞান ও শিল্প

    আবু সাঈদ স্ফুলিঙ্গেই পতন

    আবু সাঈদ স্ফুলিঙ্গেই পতন হয় হাসিনা সরকারের

    ব্যাংকিং সুবিধা ও প্রতারণা থেকে বাঁচার উপায়

    ব্যাংকিং সুবিধা ও প্রতারণা থেকে বাঁচার উপায়: সতর্ক হোন! আপনার অর্থ সুরক্ষিত রাখুন

    কনেস্টবলের স্ত্রী

    কক্সবাজারে চুরির পর পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ‘ধর্ষণ’

    বিয়ের দাবিতে প্রেমিকের

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিধবার অনশন

    আবু সাঈদ স্মরণে আজ

    আবু সাঈদ স্মরণে আজ জুলাই শহীদ দিবস

    মালয়েশিয়ায় ঢুকতে

    মালয়েশিয়ায় ঢুকতে পারেননি ৯৬ বাংলাদেশি, ফেরত পাঠাল বিমানবন্দর থেকে

    ব্রিটেনে ভিসা বদল

    ব্রিটেনে ভিসা বদল, বাংলাদেশিদের জন্য কী পরিবর্তন?

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.