বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ করেছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি মিশা সওদাগর।
শিল্পী সমিতির ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন নিপুন। এদের সঙ্গে শপথ নিয়েছেন পরিষদের অন্যরাও।
মিশা সওদাগরের উপস্থিতিকে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা আলমগীর। মিশা কেবল উপস্থিত থাকেননি, সভাপতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্যও পাঠ করান তিনি।
নির্বাচনের দিন মিশা বলেছিলেন, ‘কাঞ্চন ভাই খুবই ভালো মানুষ। তিনি আমার বড় ভাই। এমন সজ্জন মানুষের সঙ্গে আমার নাম জড়িয়েছে, এতেই আমি গর্বিত। জিতি হারি, আমি তাঁর ছোট ভাই―এই পরিচয়েই থাকব। ‘
আজ শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন, ‘এই প্যানেলের হাতেই চলচ্চিত্রের সর্বোচ্চ উন্নতি হবে। সবাই মিলেই আমরা কাজ করব। ‘
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফল বদলে যায়।
তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।