বিনোদন ডেস্ক : শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে দ্বিতীয়বারের মত চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন খলনায়ক মিশা সওদাগর। ২২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পদেও হয়েছে নির্বাচন। মোট ৪৪৯ ভোটের মধ্যে কার্যকরী সদস্য পদে চিত্রনায়ক আলেকজান্ডার বো সর্বোচ্চ ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সবচেয়ে কম মাত্র ৬৮ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা ইলিয়াস কোবরা। সাধারণ সম্পাদক পদে ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সহ সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ৩১১ ও চিত্রনায়ক রুবেল ২৯৩ ভোটে নির্বাচিত হয়েছেন।
চলুন একনজের জেনে নেয়া যাক নির্বাচনে বিজয়ীদের নাম-
সভাপতি: মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক: জায়েদ খান।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন: ডিপজল ও রুবেল।
সহসাধারণ সম্পাদক: আরমান।
সাংগঠনিক সম্পাদক: সুব্রত।
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।
কোষাধ্যক্ষ: ফরহাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।