স্পোর্টস ডেস্ক: চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে অভিনব প্রস্তাব সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্র্যাড হগের। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা আইসিসি’র মেগা এই টুর্নামেন্ট।
কিন্তু বিশ্বব্যপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নির্দিষ্ট সময়ে তা শুরু হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। তবে বিশ্বকাপ বাতিল বা পিছনের পক্ষে নন সাবেক অজি তারকা ব্র্যাড হগ। বরং করোনা পরবর্তী সময়ে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য অভিনব প্রস্তাব দিচ্ছেন বাঁহাতি চায়নাম্যান এই অজি বোলার।
Big question: what happens to this year's T20 World Cup? Begins in around 6 months. Cancel it? Or just go ahead as planned? Time to talk about that on today's episode of Hogg's Vlog.
Your thoughts on this matter? Let me know in the comments below. Let's discuss! pic.twitter.com/Ih0r2VNRe6
— Brad Hogg (@Brad_Hogg) April 15, 2020
সামাজিক মাধ্যম টুইটারে এক ভিডিও পোস্ট করে হগ বলেন, নির্দিষ্ট সময়ের এক বা দেড় মাস আগেই সব দলকে অস্ট্রেলিয়া নিয়ে আসা উচিত। বিমানে ওঠার আগে সবার করোনা টেস্ট হওয়া বাধ্যতামূলক। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে, তাই চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পৌঁছবে অংশগ্রহণকারী দেশগুলো। অস্ট্রেলিয়ায় পৌঁছাবার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর ফের সবার করোনা টেস্ট হবে। টেস্টের ফলাফল আসার পর মাঠে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা।
হগ এর মতে, ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব একটা কঠিন নয়। স্লিপে দাঁড়ানোর ক্ষেত্রে দুজনের মধ্যে ২মিটারের ব্যবধান রাখার নিয়ম বলবৎ করার প্রস্তাব দিচ্ছেন হগ। টিভির পর্দায় বিশ্বকাপ দেখা থেকে কোটি কোটি মানুষকে বঞ্চিত করার কোনও কারণ দেখছেন না তিনি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.