অ্যাপল সর্বশেষ তাদের আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন বাজারে রিলিজ করে। অ্যাপল এবার কাস্টমারদের জন্য বড় সাইজের ডিসপ্লে নিয়ে এসেছে। তবে প্রযুক্তিবিদদের চাওয়ায় হচ্ছে ভাঁজ করা যায় এরকম আইফোন ডিভাইস মার্কেটে নিয়ে আসা উচিত।
এটা নিশ্চিত যে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে বের করার জন্য অ্যাপেল কাজ করছে। তবে samsung এবং huawei এর ফোল্ডেবল স্মার্টফোনে সবার থেকে এগিয়ে থাকলেও যতক্ষণ না আইফোনের ফোল্ডেবল স্মার্টফোন পারফেক্ট হচ্ছে ততক্ষণ তারা বাজার উন্মোচন করবে না।
সেরা স্মার্টফোন নির্মাতা হিসেবে অ্যাপলের খ্যাতি রয়েছে। তাই সবাই আশা করছে পরবর্তী দুই বছরের মধ্যে সবাইকে অফার করার মত ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রিলিজ করবে অ্যাপল।
সম্প্রতি ইন্টারনেটে অ্যাপেলের আইফোন ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে সবাইকে চমকে দেয়ার মত ধারণা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে আইফোন ফোল্ডেবল হ্যান্ডসেটে দুইটি স্ক্রিন থাকবে। প্রথম স্কিনটি হবে মেইন ডিসপ্লে ও দ্বিতীয়টি হবে সেকেন্ডারি ডিসপ্লে।
সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হবে ছোট এবং ক্যামেরা বাম্পের সাথে তার অবস্থান থাকবে। সেখানে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। যেমন সময়, তারিখ, তাপমাত্রা, মিউজিক ও বর্তমান স্মার্টফোনের কার্যকলাপ।
বর্তমানে যেসব ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রয়েছে সেখানে সাধারণত একই সাইজের এবং একই ডিজাইনের দুটি ডিসপ্লে দেওয়া থাকে। কিন্তু আইফোন ডিভাইসে ভিন্ন আইডিয়ার বাস্তবায়ন দেখা যেতে পারে।
পাশাপাশি এ ডিভাইসের সেকেন্ডারি ডিসপ্লে সব সময় চালু থাকবে। এটি কখনো বন্ধ হবে না।
অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসের ক্যামেরা সেকশনে বৈচিত্রতা থাকার সম্ভাবনা রয়েছে। ফেসিয়াল রিকোগনিশন সিস্টেম সামনের স্ক্রিনের মধ্যেই দেওয়া থাকবে। পাশাপাশি মেইন ক্যামেরা লেন্স ফেস স্ক্যানার হিসেবে ব্যবহৃত হবে।
তবে খুব শীঘ্রই যে আইফোনের ফোল্ডেবল ডিভাইস বাজারে আসবে না সেটা নিশ্চিত। কাস্টমাররা প্রত্যাশা করছেন যে নয়া ইনোভেশনের ডিসপ্লে নিয়ে আইফোনের ডিভাইস এক বছরের মধ্যেই সবার সামনে উপস্থান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।