বিনোদন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে দ্বিতীয় বারের মতো অংশ নির্বাচনে নেওযার আশা প্রকাশ করে দেশের বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত মডেল আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেন, এবার আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়তে চান তিনি। শনিবার (১ জানুয়ারি) রাত ৮ টায় হিরো আলম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
হিরো আলম বলেন, আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি। আমার এলাকার জনগণ আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ প্রদান করছেন। আমি তাদের কথা ও তাদের পাশে থাকার লক্ষ্য নিয়ে এ নির্বাচন করবো। গতবার জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলাম। পরে নির্বাচন থেকে সরে আসি।
হিরো আলম আরও বলেন, এবারের নির্বাচনে আমি দেশের ক্ষমতাশীল দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো। দলটি যদি আমাকে যোগ্য মনে করে, আমি অব্যশই দলের হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবো। বিগত সময়েও আমি মানুষের পাশে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।