সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পর এবার পুরস্কারমূল্য বাড়ল পুরুষদের এশিয়া কাপেও। জানা গেছে, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য পুরস্কারমূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে দল পাবে ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অংকটা দাঁড়ায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের জন্য নির্ধারিত হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা।
এশিয়া কাপের আয়োজক ভারত হলেও এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সবগুলো ম্যাচ হবে দুবাই ও আবুধাবির মাঠে। মোট আট দল অংশ নিচ্ছে এবারের আসরে। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর গ্রুপ বি-তে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেরা দুই দল খেলবে ফাইনাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।