এবার কলকাতার সিনেমায় অপূর্ব, প্রকাশ্যে ফার্স্টলুক

কলকাতার সিনেমায় অপূর্ব

টিভি নাটকে অপূর্বর পদচারনা দীর্ঘদিনের। তবে বড়পর্দায় খুব একটা দেখা যায়নি এই অভিনেতাকে। দেশের পরিচালকরা কখনোই অপূর্বর অভিনয়দক্ষতাকে বড়পর্দায় কাজে লাগাতে পারেননি। তবে এবার টালিগঞ্জের সিনেমায় অভিষেকের মাধ্যমে বড়পর্দায় নিজেকে প্রমাণ করতে চলেছেন এই অভিনেতা।

কলকাতার সিনেমায় অপূর্ব

প্রতীম ডি. গুপ্ত’র পরিচালনায় কলকাতায় অপূর্বর মুক্তি প্রতীক্ষিত সিনেমার নাম ‘চালচিত্র। সম্প্রতি সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন।

পোস্টারে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। যার মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘চালচিত্র’। যার মাধ্যমে জয়া আহসান, শাকিব খান, মিথিলা, শুভর পরে ওপারে দারুণ অভিষেক হতে যাচ্ছে ঢাকার ‘বড় ছেলে’র।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

ছয় বছর পর শাকিবের সিনেমায় দেখা যাবে নুসরাতকে

এই সিনেমায় অপূর্বর সঙ্গে রয়েছেন টলিউডের নামজাদা সব অভিনেতারা- টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।
রোববার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’