বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মঞ্চ থেকে টিভি নাটক। তারপর চলচ্চিত্র। সবখানেই সোনা ফলিয়েছেন তিনি। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শকরা তার নাটক খুব উপভোগ করেন। এবার তারা প্রিয় অভিনেতাকে নিজের দেশের হলে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।
শিগগিরই কলকাতার একটি সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করবেন ‘রসগোল্লা’খ্যাত নির্মাতা পাভেল। পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।
বর্তমানে পাভেল জিৎকে নিয়ে ‘অসুর’ ছবির শুটিং করছেন। এ ব্যস্ততা কাটলেই মোশাররফ করিমের সঙ্গে সবকিছু চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরিচালক পাভেল। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘রসগোল্লা’ ছবিটি দিয়ে তিনি পরিচালক হিসেবে অভিষিক্ত হন। তার ছবিটি নানা মহলের প্রশংসা পেয়েছে।
এরপর তিনি শুরু করেছেন তার ‘অসুর’ সিনেমার শুটিং। এখানে অভিনয় করছেন জিৎ, নুসরাত, পায়েল, আবির চ্যাটার্জির মতো তারকারা। এরপরের ছবিটিই তিনি নির্মাণ করবেন মোশাররফ করিমকে নিয়ে। ছবিটিতে তার বিপরীতে কলকাতার স্বস্তিকা বা শ্রীলেখা মিত্রকে দেখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।