
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনই শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। এমন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছে কৃষকরা। এমন সময় সারাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের ধান ঘরে তুলতে সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারই ধারাবাহিকতায় কাস্তে হাতে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রেলীগ। বিশ্ববিদ্যালয়ে পাশের জোবরা গ্রামের কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ধান কাটায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে জোবরা গ্রামে অসহায় দুইজন কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। ২০-২৫ নেতা-কর্মী ওই কর্মসূচিতে অংশ নেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের এই দুঃসময়ে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দুই কৃষক।
প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় বর্তমানেও জাতির দুর্দিনে দেশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ছাত্রলীগের ছোটো ভাইদের নিয়ে ভয় আর অভাবে ধান কাটতে না পারা অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
ধান কাটায় চবি ছাত্রলীগ কর্মী নেছারুল করিম, সৈয়দ আমিন হুসেন, ফরাজী সজিব, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।