বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে আলোচিত ও রোমান্টিক প্রেমিক যুগল রণবীর-আলিয়া। এই দুই তারকার প্রেমকাহিনি একেবারে বাংলা সিরিয়ালের মতো জমজমাট আর সাসপেন্সে ভরপুর। তার মূলে অবশ্য রণবীর কাপুর।
এই নায়ক যতোগুলো প্রেম করেছেন বলিউডে নাম লিখিয়ে ততগুলো সিনেমাও বোধহয় করেননি। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ইলিয়েনা ডি ক্রুজসহ বলিউডের আরও অনেক নামকরা অভিনেত্রীরা রয়েছে সে তালিকায়।
সবার সঙ্গেই বেশ জমে উঠেছিলো তার প্রেম। পারিবারিকভাবে পছন্দ শেষে বিয়ের ঘোষণাও এসেছিলো ক্যাটরিনাসহ আরও দুই একজনকে নিয়ে। কিন্তু সে আর হয়নি। সবাইকেই বিদায় করে নতুন প্রেমিকা আলিয়া ভাটকেও পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়েছেন বরফি তারকা।
তাই প্রেমিক যখন হয় রণবীর তখন সেখানে প্রেম টিকে থাকার সাসপেন্স তো থাকেই। লক্ষী ছেলের মতো বাড়ির লোককে সঙ্গে নিয়ে প্রেম জমিয়ে তুলতে তার মতো ওস্তাদি আর কারোর নেই। এখন পর্যন্ত এই দিকটা বেশ সামলে চলেছেন তিনি।
আপাতত শোনা যাচ্ছে দ্রুতই হবে রণবীর-আলিয়ার বিয়ে। তাই সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। বর্তমানে রয়েছেন সুদূর কেনিয়ায়। সেখানে বসে পোস্ট করেছেন মিষ্টি প্রেমের দুষ্টু সময় কাটানোর ছবি।
নিজের ইন্সটা আকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে ভোরের আলো গায়ে মাখছেন তিনি। খোলা চুলে হাত বোলাচ্ছে সকালের মিষ্টি রোদ। ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘সকাল হয়েছে। সূচনা হয়েছে নতুন দিনের।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।