১৫ অগস্টে পা দিল ভারতবাসী। দেশটির ৭৮ তম স্বাধীনতা দিবস। জেগে রয়েছে কলকাতার রাজপথ। দাবি আরজি কর-কাণ্ডে মৃত চিকিৎসকের অপরাধীদের শাস্তি। মহিলারা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে।
কলকাতা তথা বাংলা সিনেমার তারকারাও যেমন বৃহস্পতিবারের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন, তেমনই গর্জে উঠেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভাট। কলকাতার তিলোত্তমার জন্য কবিতা পাঠ করলেন অভিনেতা আয়ুষ্মান। নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন কন্যা সন্তানের মা আলিয়া।
আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হতো না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারী সত্ত্বা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম। তাহলে বেঁচে থাকতাম।’
অন্যদিকে আলিয়া লেখেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।