আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। খবর তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ’র।
সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, রোডস আইল্যান্ডে নিযুক্ত তুরস্কের কনস্যুলেটে কর্মরত কূটনীতিক সেবাহাত্তিন বাইরামকে আটক করেছে গ্রিস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।
এক বিবৃতিতে শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাহউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।
রোডস আইল্যান্ডে গ্রিসের নৌবাহিনীর জাহাজে ছবি তোলা এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানানোর অপরাধে গত সপ্তাহে দুই ব্যক্তিকে আটক করেছে গ্রিস। তাদের বিরুদ্ধে তুরস্কের হয়ে গুপ্তচরবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ নিয়ে প্রতিবেশী দু’দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া, তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে।
এর আগেও গ্রিসের সংবাদমাধ্যমে তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান-বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।