যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইএর ভুলের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বনর টুইন টাওয়ার হামলার প্রতিবেদনে নাম জড়ায় সৌদি আরবের। এমন তথ্য উল্লেখ করে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইয়াহু নিউজ।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, টুইনটাওয়ার হামলার সঙ্গে প্রথমে সৌদি আরবকে জড়ানো হয় ২০১৮ সালে। ওই বছরের ১৭ ডিসেম্বর এফবিআই কর্মকর্তা জ্যাকব কে জ্যাভিটস হামলার ঘটনায় একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনে নাশকতার জন্য সৌদি আরবের অর্থায়নের কথা উল্লেখ করা হয়।
হামলার অর্থদাতা হিসেবে সৌদি কূটনীতিক মুসাদ আহমেদ আল-জাররাহর নাম উঠে আসে। এর পর থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় সৌদি-মার্কিন সরকারের মধ্যে।
প্রতিবেদনে বলা হয়, ওই সৌদি কূটনীতিক হামলায় ব্যবহৃত বিমান হাইজ্যাক করা দুই আল কায়েদা সদস্যকে টাকা দিয়েছেন।
তবে এসব তথ্য সঠিক নয় বলে দাবি করছে ইয়াহু নিউজ। ইয়াহুর প্রতিবেদনে দাবি করা হয়, ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের করা মামলার কারণে কিছু ভুলের সৃষ্টি হয়। তারা মামলার আর্জিতে হামলায় সৌদি আরব জড়িত বলে উল্লেখ করে। ফলে প্রতিবেদনে এফবিআইয়ের তদন্ত কর্মকর্তাও ভুল করে প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম আন্তর্ভুক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



