আন্তর্জাতিক ডেস্ক: মাছ নয় যেন আস্ত রাক্ষস! রবিবার সকালে তা দেখতে বহু মানুষ ভিড় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের দিঘা মোহনার মাছের আড়তে। মৎস্যজীবীরা জানিয়েছেন, ওই মাছটির ওজন প্রায় ৫৫০ কিলোগ্রাম।
মাছের ঠোঁট হাত কয়েক লম্বা করাতের মতো। চেহারা অনেকটা হাঙরের মতো। স্থানীয় ভাষায় ওই মাছের নাম ‘চিরুনি ফলা মাছ’।
রবিবার দিঘা মোহনার মাছের আড়তে এই মাছ দেখে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ব্যবসায়ীদের মধ্যে।
অরূপকুমার বল নামে এক মাছ ব্যবসায়ী বলেন, ‘‘এই মাছ জালে ওঠে না এখন। বঙ্গোপসাগরের অনেকটা গভীরে এই মাছ দেখতে পাওয়ায় যায়। আগে অবশ্য এই মাছ প্রায়শই জালে উঠত।’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।