আন্তর্জাতিক ডেস্ক : কর্মস্থলে নারী সহকর্মীর সাথে রোমান্স কেলেঙ্কারিতে ইসরাইলি সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় গোয়েন্দাপ্রধান কর্নেল ‘এ’ পদত্যাগ করেছেন। এর এক দিন আগে ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা প্রতিরোধ করার ব্যর্থতার দায়িত্ব নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা বিশ্লেষণ প্রধান ব্রিগেডিয়ার অ্যামিট সার জানিয়েছেন, তিনি জুন মাসে পদত্যাগ করবেন।
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ওই কর্নেল ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এতে ৭ অক্টোবরের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়নি।
বরং আইডিএফ জানায়, ওই কর্নেল তার জুনিয়র এক নারী গোয়েন্দা কর্মকর্তার সাথে অনৈতিক রোমান্সে জড়িয়ে পড়েছিলেন। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন।
সম্ভবত পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে
ইসরাইলি বাহিনী যদিও অনৈতিক রোমান্সের কথা বলেছে, তবে তাকে সম্ভবত ৭ অক্টোবরের ব্যর্থতায় তার ভূমিকার কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়ে থাকতে পারে। আগামী জুনে ইসরাইলি বাহিনীর এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সামনে আসার কথা রয়েছে। তার আগেই তাকে সরতে বাধ্য করা হয়ে থাকতে পারে।
ইসরাইলি বাহিনীর নিয়ম অনুযায়ী কোনো সিনিয়র অফিসার বিবাহিত হোক বা না হোক, তার জুনিয়র অফিসারের সাথে সম্পর্ক রাখতে পারেন না।
আইডিএফ জানিয়েছে, যে নারী অফিসারের সাথে তার রোমান্স হয়েছিল, তিনি প্রায় একই বয়েসের এবং খুব তরুণী নন। তবে তিনি সরাসরি তার অধীনে কাজ করছিলেন না। তবে কিভাবে এবং কখন থেকে তাদের মধ্যে রোমান্স হয়ে ওঠল, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এই রোমান্সের কারণে গোয়েন্দাপ্রধান হিসেবে তার ভূমিকায় কোনো প্রভাব পড়েছে কিনা তাও জানানো হয়নি।
উল্লেখ্য, বেশ কয়েকটি মিডিয়া ইতোমধ্যেই কর্নেল ‘এ’-এর বিরুদ্ধে ৭ অক্টোবরের হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার অভিযোগ এনেছিল।
সূত্র : জেরুসালেম পোস্ট এবং টাইমস অব ইসরাইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।