স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করে নিউজিল্যান্ড। যেখানে বাকি দুই দল বাংলাদেশ ও পাকিস্তান। আগামী (শুক্রবার) থেকে মাঠে গড়াবে এ সিরিজ। যার নাম দেয়া হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ।’
বুধবার (৫ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করে এই সিরিজের নাম ও লোগো উন্মোচন করেছে ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’র মাদার কোম্পানি এএইচএন লিমিটেড। যার সুবাদে এবারই প্রথম কোনো সিরিজে বাংলা অক্ষরে লেখা হচ্ছে কোনো সিরিজের লোগো।
দেশে সিরিজের নাম ও লোগো উন্মোচনের দিন নিউজিল্যান্ডে হয়েছে ট্রফি উন্মোচন। অংশগ্রহণকারী তিন দলের অধিনায়ককে নিয়ে সিরিজ শুরুর আগে ট্রফির সঙ্গে ফটোসেশন করেন তিন অধিনায়ক। তবে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় সেখানে উপস্থিত ছিলেন দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনডোর ও আউটডোর মিলে ট্রফির সঙ্গে দারুণ কিছু ছবি তোলেন তারা।
সবচেয়ে মজার ব্যাপার হলো ‘বাংলাওয়াশ’ নামটি ক্রিকেটে আবির্ভুত হয় ২০১০ সালের অক্টোবরে। সেদিন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল বাংলাদেশ, সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খান নাম দেন ‘বাংলাওয়াশ’। এরপর কোনও দলকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলেই বলা হয় ‘বাংলাওয়াশ’।
দলের নিয়মিত অধিনায়ক এখনো ক্রাইস্টচার্চে আসেননি। আগামীকাল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। পরেরদিন তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের পরের তিন ম্যাচ ৯, ১২ ও ১৩ অক্টোবর। তিন দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর।
এদিকে সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’ দেয়ার পেছনে ‘সবার ওপরে বাংলা’কে উপজীব্য করার কথা জানানো হয়েছে এএইচএন লিমিটেডের পক্ষ থেকে। আজকের লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘বাংলা’কে প্রাধান্য দিয়েই করা হয়েছে সকল আয়োজন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও হাবিবুল বাশার সুমন। রিপন খানের সুর ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ অ্যান্থেম সং পরিবেশনের মাধ্যমে উন্মোচিত করা হয়েছে বাংলা ওয়াশ সিরিজের অফিসিয়াল লোগো।
এই সিরিজ শেষ করেই বিশ্বকাপ খেলতে ব্রিসবেনে যাবে বাংলাদেশ দল। ব্রিসবেনে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলার পর হোবার্ট যাবেন সাকিব। ২৪ অক্টোবর হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.