বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লাইভ চলাকালীন অনাকাঙ্ক্ষিত বক্তব্য বা কমেন্ট বন্ধে নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। লাইভ কনটেন্ট নির্মাতাদের ব্রডকাস্টের সময় মডারেটর নিযুক্তের সুবিধা দেবে প্লাটফর্মটি। খবর গ্যাজেটসনাউ।
লাইভ কোনো অনুষ্ঠান বা কথোপকথন ব্রডকাস্টের সময় কনটেন্ট নির্মাতারা মডারেটর নিয়োগ দিতে পারবেন। এসব মডারেটর কমেন্ট রিপোর্ট, নির্দিষ্ট অংশগ্রহণকারীসহ কমেন্ট প্রদান বন্ধ করাসহ স্ট্রিম থেকে আক্রমণাত্মক ভিউয়ারদের অপসারণ করতে পারবে বলে এনগ্যাজেটের প্রতিবেদন সূত্রে জানা গেছে।
কমেন্ট বারের মেন্যু আইকন থেকে ক্রিয়েটররা সহজেই মডারেটর যুক্ত করতে পারবে। নির্মাতা পছন্দের ব্যক্তিকে ইউজারনেম ব্যবহার করে খুঁজে নিতে পারবে অথবা ইনস্টাগ্রামের ডিফল্ট লিস্ট থেকে বাছাই করতে পারবে। প্রতিবেদনে বলা হয়, ব্রডকাস্টাররা যেন ইতিবাচকভাবে আরো ফলপ্রসূ আলোচনায় অংশ নিতে পারে, সেজন্য ফিচারটি চালু করছে ইনস্টাগ্রাম।
অন্যদিকে, আইজিটিভি অ্যাপে সাপোর্ট দেয়া বন্ধ করার পাশাপাশি সম্প্রতি বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ দুটো গুগল-অ্যাপলের প্লেস্টোর থেকে সরিয়ে নিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এ বিষয়ে প্লাটফর্মটির ভাষ্য, মূল অ্যাপের কার্যক্রম ও পরিধি বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৪ সালে বুমেরাং চালু করেছিল ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১০টি বার্স্ট শট থেকে মিনি ভিডিও ক্লিপ তৈরি করতে পারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।