আন্তর্জাতিক ডেস্ক : মহাসমারোহে ভারতে পালিত হচ্ছে দেশটির ৭৩তম স্বাধীনতা দিবস। তবে এরইমধ্যে ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডের স্বতন্ত্র অধিবাসী ও উপজাতিরা দিবসটি উদযাপন করছেন তাদের নিজস্ব রীতিতে। ‘নাগাদের পতাকা’ উড়িয়ে ‘নিজেদের স্বাধীনতা দিবস’ তারা পালন করছেন বলে জানানো হয়েছে ইন্ডিয়া টুডের খবরে।
নাগাল্যান্ডের পূর্বের এলাকা বঞ্চিত—এমন দাবি তুলে ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’ নামে রাজ্য গড়ার দাবি করেছে সেখানকার ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) নামের একটি সংগঠন।
নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী-অধ্যুষিত রাজ্য নাগাল্যান্ড। রাজ্যের অধিকাংশ মানুষ খ্রিষ্টধর্মাবলম্বী।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (৩৭০ ধারা) বিলোপ করে। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে। সরকার জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় এনেছে।
এই ঘটনার পর ইএনপিও হুমকি দিয়েছে, পূর্ব নাগাল্যান্ডের তুয়েনসাং, মোন, কিফিরে ও লংলেং এলাকা নিয়ে গড়তে হবে পৃথক রাজ্য ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’।
ইএনপিও বলেছে, ১৯৬৩ সালে নাগাল্যান্ড ভারতের পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু নাগাল্যান্ডের পূর্বাঞ্চল আজও বঞ্চিত। তাই এই পূর্বাঞ্চলকে নিয়ে গড়তে হবে পৃথক রাজ্য ‘ফ্রন্টিয়ার নাগাল্যান্ড’। এই দাবিতে তারা আজ স্বাধীনতা দিবস বয়কটেরও ডাক দিয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে জম্মু ও কাশ্মিরের সাংবিধানিক সায়ত্তশাসন ধারা ৩৭০ কেড়ে নেওয়ার বিষয়টি ভারতের উত্তর–পূর্ব রাজ্যগুলোর জন্য ‘রেড অ্যালার্ট’ হিসেবে ভাবা হচ্ছে। তবে নাগাল্যান্ডের নতুন গভর্নর আর এন রবি অধিবাসীদের এই নিয়ে দুশ্চিন্তা করতে না করেছেন। তার মতে ৩৭১ (এ) ধারা বাতিল হবে না। নাগাল্যান্ড ১৯৬৩ সালে রাজ্য মর্যাদা পায়।
যদিও নাগাদের স্বাধীনতা দিবস পালন নতুন কিছু নয়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাজ্যটির রাজধানী কোহিমাতে তাদের পতাকা উত্তোলন করে বিভিন্ন নাগা সম্প্রদায়। ব্রিটিশদের শাসন থেকে মুক্তি উদযাপন করতে এখনও তা পালন করা হয়। তবে অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার এভাবে স্বাধানীতা দিবস উদযাপনের গুরুত্ব ভিন্ন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.