
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র।
গত সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-এ-তৈয়বাকে দায়ী করেছেন কাশ্মীর উপত্যকায় মোতায়েন করা ১৫ নম্বর কোরের কমান্ডার ডি পি পান্ডে এমনটি বলেন।
বিশ্লেষকেরা বলছেন, কাশ্মীরে ড্রোন হামলার পর ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে ড্রোন ওড়ার ঘটনা ভারত-পাকিস্তানের সম্পর্কে আরও খারাপ করতে তুলতে পারে।
পাকিস্তানের বিরুদ্ধ ড্রোন ব্যবহার করে ভারত সীমান্তে অস্ত্র সরবরাহের অভিযোগ বহুদিন ধরেই। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও গত কয়েক মাস ধরে সীমান্তে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


