স্পোর্টস ডেস্ক: গেল ২৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লীগ (এলপিএল)। তবে করোনা পরিস্থিতি ও বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজের কথা ভেবে টুর্নামেন্ট শুরুর তারিখ তিন দফা পিছিয়ে ঘোষণা করা হয়েছিল আগামী ২১ নভেম্বর। আর ড্রাফট শুরু হবার কথা ছিল ৯ অক্টোবর।
কিন্তু সর্বশেষ ৭২ ঘন্টায় দ্বীপ রাষ্ট্রটিতে করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আবারও টুর্নামেন্টটির নিলামের তারিখ ১০ দিন পিছিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
গত সপ্তাহে মাত্র ৭২ ঘন্টায় দেশটির রাজধানী কলম্বোর একটি ফ্যাক্টরিতে প্রায় এক হাজারেরও বেশি কর্মজীবি করোনাভাইরাসে আক্রান্ত হয়। ফলে শ্রীলঙ্কা সরকার কিছু জায়গায় লকডাউন ঘোষণা করে জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
এর ফলে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আবারও এলপিএলের ড্রাফট পিছিয়ে দিয়েছে ১৯ অক্টোবর পর্যন্ত।
এসএলসি একটি বিবৃতিতে জানিয়েছে, বর্তমান স্বাস্থ্য পরিস্থির কারনে প্লেয়ার ড্রাফট পরিকল্পনা অনুসারে অনুষ্ঠিত হচ্ছে না।
এসএলসি আরও জানায়, আগামী কয়েকদিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষন করে তারপর এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এসএলসি অনেকদিন ধরেই নিজেদের একটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসর আনার পরিকল্পনা করছে। যদিও এলপিএলের এই প্রথম আসরটি দফায় দফায় পিছিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।