বিনোদন ডেস্ক : পূজায় তারকারা কে কী করছেন, তা জানতে আমজনতার ইচ্ছে হয় বৈকি। সকলেরই নজর থাকে তাদের দিকে। তাঁরা কে কীভাবে পূজা কাটাচ্ছেন, কী খাচ্ছেন, কী পড়ছেন সেদিকেই নজর থাকে ভক্তদের।
এবার পূজায় কী করছেন? এবিষয়ে রুক্মিণী মৈত্রকে প্রশ্ন করা হলে জি নিউজকে তিনি বলেন, ”আমার তো পূজায় এবার শুধুই পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড। তবে হ্যাঁ, অবশ্যই পরিবারের সকলের সঙ্গে একটি প্যান্ডেল হপিংয়ে যাব। এই ৫টা দিন আমার কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে চাই, কখনই শুধু কাজ নয়। প্রচুর খাওয়া দাওয়া করব।”
দেবের সঙ্গে আলাদা করে পূজায় বেরোনোর কোনও প্ল্যান নেই? উত্তরে রুক্মিণী বলেন, ”এই তো এত সময় দিলাম ‘পাসওয়ার্ড’ এর জন্য (হাসি)। আর কত দেবো বলো? আর না পূজায় শুধু পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।”
এদিকে সুপারস্টার, অভিনেতা, সাংসদ দেবকে তাঁর পূজার পরিকল্পনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ”পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড।”
কাজের বাইরে কী প্ল্যান? উত্তরে দেব বলেন, ” আমরা তো কাজ করতেই জন্মেছি। কী বলো? ছেলেবেলার সেই পূজাকে মিস করার মতো আর সময়ই পাই না। বাকিরা ছবি নিয়ে হলো পাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত করে রেখেছে, যে সময়ই পাচ্ছি না। (হাসতে হাসতে)”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।