বিনোদন ডেস্ক : বিগত কয়েক বছর ধরে টলিটাউনে ‘ব্যোমকেশ রাজ’ চলছে! বড় পর্দা, ছোট পর্দায় ওয়েব সিরিজ সব কিছুতেই বিদ্যমান ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষীর চরিত্রেও পরীক্ষানীরিক্ষা কম কিছু হয়নি! কখনও আবির, কখনও যিশু কখনও অনির্বাণ কখনও বা অর্জুন! এবার আরেক নতুন চমক! ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেখা মিলতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়ের।
তবে, বড়পর্দার দুই ‘হিট’ ব্যোমকেশ যিশু সেনগুপ্ত এবং আবীর চট্টোপাধ্যায়ও থাকছেন। সব মিলিয়ে বাংলা সিনেমার বাজারে এখন ৩ জন ব্যোমকেশ! পরিচালক, প্রযোজকের সংখ্যাও ৩। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের স্বত্ব রয়েছে একাধিক প্রযোজকের কাছে। প্রত্যেকেই নিজের মতো ছবি নিয়ে আসছেন। প্রায় সব ক’টি ছবিই বাণিজ্যিক ভাবে সফল।
শোনা যাচ্ছে, ব্যোমকেশ বক্সীর ‘মগ্ন মৈনাক’ নিয়ে পরমব্রতর ছবি। এখানে নাকী ব্যোমকেশ ধরা দেবেন আধুনিক অবতারে। পরিচালক হিসেবে প্রথমে পরমব্রতর নামই উঠে আসছে। তবে আগামী মাসেই পরমব্রতর অন্য একটি ছবি পরিচালনা শুরু করার কথা। সেক্ষেত্রে তিনি যদি একান্ত সময় বের করতে না পারেন তখন প্রযোজনা সংস্থা সায়ন্তন ঘোষালকে পরিচালনার দায়িত্ব দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
আবীরকে নিয়ে অরিন্দম শীল তার পরবর্তী ব্যোমকেশ কবে পরিচালনা করবেন, এখনও চূড়ান্ত নয়। চলছে চিত্রনাট্য লেখার কাজ। অন্যদিকে প্রযোজক কৌস্তুভ রায় ব্যোমকেশ বক্সী পরিচালনার দায়িত্ব অঞ্জন দত্তর বদলে দিয়েছেন ইন্দ্রনীল ঘোষকে। সেখানে সত্যান্বেষীর চরিত্রে যিশু। শরদিন্দুর অসমাপ্ত ‘বিশুপাল বধ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য গড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।