স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড পেইজে ভিডিও পোস্ট করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার ব্রাজিলিয়ানদের উল্লাসও বিশ্বকে জানাতে ভুলেনি সংস্থাটি।
আজ সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রাতে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিজেদের পেইজে পোস্ট করে তারা।
সোমবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল চমক দেখিয়েছে দ্বিতীয়ার্ধে। শেষমুহূর্তে জয়সূচক সেই গোলটি আসে কাসেমিরোর পা থেকে।
এই ম্যাচে সেলেসাওদের দারুণ এই জয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকরা। তাদের এই উল্লাসের মুহূর্ত নজর কেড়েছে পুরো বিশ্বের। আর তাই ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে ২টি ছবি সংযুক্ত করে একটি পোস্ট করে। যার ক্যাপশনে লিখা হয়েছে, ‘এই ছবিগুলো ব্রাজিলের নয়; ঢাকা, বাংলাদেশের। ব্রাজিল জাতীয় দলের জন্য তাদের কি দারুণ আয়োজন। ’
Essas fotos não são no Brasil – são em Daca, Bangladesh!
Que festa MARAVILHOSA eles fizeram para a Seleção Brasileira! 🤩🇧🇷 pic.twitter.com/ov9PwbU11V
— Copa do Mundo FIFA 🏆 (@fifaworldcup_pt) November 28, 2022
ভিডিওটি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হল মাঠের দৃশ্য বলে জানা গেছে।
বিশ্বকাপ উন্মাদনা দ্বিগুণ করেত বাংলাদেশি সমর্থকদের জন্য আর্জেন্টিনার উপহার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।