এবার বাজারে এল ‘ডিজিটাল ক-ন্ডো-ম’! এর কাজ জানলে চমকে যাবেন

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শরীর থাকলে যৌ-নতা থাকবেই। যৌ-ন চাহিদা তো কোনও অস্বাভাবিক বিষয় নয়। সঙ্গী দূরে থাকলে অনেকেই ‘সে-ক্স চ্যাটে’ আবেগ প্রকাশ করেন। আবার যৌ-ন-তার খেলায় মেতে ওঠার সময় অন্তরঙ্গ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখেন কেউ কেউ। ছবি, ভিডিও সবই রাখা থাকে ফোনে। কিন্তু বিপদ লুকিয়ে রয়েছে এই স্মার্টফোনেই! কারণ নিজেদের অজান্তেই অনেক সময় আপনার অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হয়ে যায়। তবে এবার এই বিপদের হাত থেকে রক্ষা করতে এসে গিয়েছে ‘ডিজিটাল ক-ন্ডো-ম’। হ্যাঁ ঠিকই পড়ছেন। যার পোশাকি নাম ‘ক্যা-ম-ড-ম’।

ব্যাপারটা একটু খোলসা করা যাক। ক-ন্ডো-ম যেমন যৌ-নতাকে সুরক্ষিত রাখে, তেমনই ক্যা-মডমের কাজ যৌ-নতার গোপনীয়তাকে নিরাপদে রাখা। রতিক্রিয়ায় মত্ত হওয়ার সময় দুজনের সম্মতিতেই ভিডিও করা উচিত। অনেক সময় অজান্তেও আবার রেকর্ড হতে আপনার গোপন মুহূর্ত। এই গুরুতর সমস্যার মুশকিল আসান করতে পদক্ষেপ করেছে জার্মান সংস্থা ‘বিলি বয়’। বাজারে নিয়ে এসেছে ডিজিটাল ক-ন্ডো-ম। যা আদতে এটি একটি অ্যাপ।

কীভাবে কাজ করে এই মোবাইল অ্যাপ্লিকেশন?

জানা গিয়েছে, সঙ্গমের সময় ফোনে অডিও বা ভিডিও রেকর্ড করা থেকে রোখে এই অ্যাপ। ফোনে ক্যা-ম-ডম ব্যবহার করলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ তাদের যৌ-নদৃশ্য বা গোপন ছবি রেকর্ড করতে পারবে না। সুরক্ষা সুনিশ্চিত করতে এই অ্যাপের বেশ কয়েকটি স্তর রয়েছে। কেউ যদি ক্যা-ম-ডমের নিরাপত্তাকে লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে অ্যাপ তা শনাক্ত করে সতর্ক করে দেয়। ফলস্বরূপ সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফোনে একটি অ্যালার্ম বেজে উঠবে।

ওটিটি প্লাটফর্মে সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ এটি, ভুলেও কারোর সামনে দেখবেন না

অত্যাধুনিক এই অ্যাপ নির্মাতাদের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেম ভেঙে গেলে প্রেমিক বা প্রেমিকার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তখন প্রাক্তনের উপর ক্ষোভে ব্যক্তিগত মুহূর্ত বা নগ্ন ছবি ফাঁস করে দেয় তারা। এই ধরনের অপরাধ রুখতে ক্যা-মড-মের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে জনপ্রিয়তা তুঙ্গে এই অ্যাপের। ক্যা-মড-মের ডেভেলপার, ফেলিপ আলমেদার কথায়, “বর্তমান যুগে স্মার্টফোন আমাদের অঙ্গ হয়ে গিয়েছে। যেখানে আমরা নানা সংবেদনশীল তথ্য সংরক্ষণ করে রাখি। আপনার সেই তথ্যগুলোকে সুরক্ষিত করতেই আমরা এই বিশেষ অ্যাপটি তৈরি করেছি। ব্লুটুথের মাধ্যমে ক্যা-ম-ডম আপনার সঙ্গীর ক্যামেরা এবং মাইক ব্লক করতে পারে।” জানা গিয়েছে, এই অ্যাপের ট্যাগলাইন ‘As easy as using a real condom’। যার অর্থ ‘কন্ডোম ব্যবহার করার মতোই সহজ’। তবে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই রয়েছে জার্মান অ্যাপ ক্যা-ম-ডম। কিন্তু শীঘ্রই অ্যাপলের মিলবে এই ডিজিটাল ক-ন্ডো-ম।