এবার ব্রয়লার মুরগির দাম আরও কমেছে
জুমবাংলা ডেস্ক : রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম আরও কমেছে। গত ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমেছে এমন পণ্যের তালিকায় আরও রয়েছে আটা, ময়দা ও চিনি। গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার শুরুতে বাজারে বিভিন্ন পণ্যের যে চাহিদা থাকে পরে তা কমতে থাকে। আর পণ্যের চাহিদা কমায় দামও কিছুটা কমে। তবে ব্রয়লার মুরগির খুচরা বিক্রেতারা বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে পোলট্রি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর বৈঠকের পর উৎপাদক পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকা বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা বিক্রি হতে দেখা গেছে। অথচ ১৫ দিন আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৭০ থেকে ২৮০ টাকায়।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদনে ব্রয়লার মুরগির দাম কমার তথ্য জানিয়েছে। অবশ্য সংস্থাটি বলেছে, বর্তমানে খুচরাবাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব খোন্দকার মো. মহসিন বলেন, গত কিছুদিন ধরেই এই খাতে অস্থিরতা বিরাজ করছে। তিনি বলেন, সব খরচ বেড়ে যাওয়ার ফলে উৎপাদনের খরচ অনেক বেড়েছে। এতে ক্ষুদ্র খামারিরা টিকতে না পেরে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাহিদা কমায় এখন ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। ব্রয়লারের পাশাপাশি সোনালি মুরগির দামও কমেছে। গতকাল বাজারে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হয় ৩২০ থেকে ৩৩০ টাকায়। যা কয়েক দিন আগে ৩৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে আটা, ময়দা ও চিনির। প্রতি কেজি প্যাকেট আটায় ১ থেকে ৩ টাকা কমে ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খোলা ময়দায় ৩ টাকা কমে ৫৮ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমেছে চিনিরও। প্রতি কেজিতে ৩ টাকা কমে ১১২ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা কমেছে। রোজার শুরুতে প্রতি কেজি বেগুন ১০০ টাকায় বিক্রি হলেও তা এখন কমে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে শজনে ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ও কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, শসা ৫০ টাকা, পটোল ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।