স্পোর্টস ডেস্ক: টি-২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হবার পর এবার ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড।
আজ (১১ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সেঞ্চুরির দেখা পান, লোকেশ রাহুল (১১২) ও অর্ধশতক করেন শ্রেয়স আইয়ার (৬২)। এদিকে, নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন হামিশ বেনেট।
ভারতের দেয়া ২৯৭ রানের টার্গেট তাড়া করে মাত্র ৫ উইকেট হারিয়ে এবং ১৭ বল হাতে রেখে বিজয় অর্জন করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন হেনরি নিকোলস। তার ওপেনিং পার্টনার মার্টিন গাপ্টিল করেন ৬৬ রান। ওপেনারদের স্বল্প বল খরচে করা এই সংগ্রহের উপর ভিত্তি করে অনায়াসে জিতে যায় কিউইরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন যুবেন্দ্র চাহাল।
এই ম্যাচ শেষ সমাপ্তির মধ্য দিয়ে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ করে নিউ জিল্যান্ড।
ম্যাচ সেরা: হেনরি নিকোলস।
সিরিজ সেরা: রস টেইলর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।