স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনারের চাকরি ছেড়েছেন মারিও ভিল্লাভারানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কাজ করার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান এই ট্রেনার। যে কারণে গতকাল ২৯ জানুয়ারি বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের ট্রেনারের দায়িত্ব পালন করে আসছেন মারিও। স্বদেশী চন্ডিকা হাথুরুসিংহের সময় বিসিবির এই চাকুরিতে যোগ দেন তিনি। বিসিবির সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন মারিও। তবে আইপিএলে কোন দলের সঙ্গে কাজ করবেন তিনি, এখনও সেটা জানা যায়নি।
এ বিষয়ে মারিও বলেন, আমি আইপিএলে কাজ করার জন্য মুখিয়ে আছি। যে কারণে বিসিবির চাকরি ছাড়তে হচ্ছে।
২০১৯ সালের বিশ্বকাপের পর মারিওর সঙ্গে তৃতীয় দফায় দুই বছরের চুক্তি করে বিসিবি। বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে ৬ বছর ট্রেনার হিসেবে কাজ করেন তিনি। দীর্ঘদিন ১ যুগ ধরে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার কারণে তাঁর অভিজ্ঞতাই আইপিএলে কাজ করার সুযোগ করে দিয়েছে।
শ্রীলঙ্কার জাতীয় দলে সুযোগ না পেলেও পেশাদার ক্রিকেট খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৭৮ উইকেট রয়েছে তাঁর। খেলোয়াড়ি জীবন শেষে ফিটনেস কোচিংয়ের কাজ বেছে নেন মারিও। কোচিং ক্যারিয়ারের দীর্ঘ সময় বাংলাদেশে কাটিয়েছেন তিনি। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যে কারণে বলা যায়, জিম্বাবুয়ে সিরিজই হবে বাংলাদেশ দলের সঙ্গে মারিওর শেষ কাজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।