বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাশিয়া থেকে কর্মীদের ফিরিয়ে আনার পাশাপাশি সেখানে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা ভাবছে আসুস। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন তাইওয়ানের অর্থ মন্ত্রী ওয়াং মেই-হুয়া। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী মিখাইলো ফেদরভের আহ্বানে সাড়া দিয়ে এ পদক্ষেপের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।
আসুস চেয়ারম্যান জনি শিকে ট্যাগ করে পোস্ট করা এক চিঠিতে রাশিয়া থেকে অনতিবিলম্ভে ব্যবসা গুটিয়ে নেয়ার অনুরোধ করেন ফেদরভ। পৃথক এক টুইটে তিনি আরও বলেন, আসুস, আপনাদের অসাধারণ প্রযুক্তি ব্যবহারের নৈতিক অধিকার নেই রাশিয়ার। প্রযুক্তি শান্তির জন্য যুদ্ধের জন্য নয়!
তাইওয়ানের অর্থমন্ত্রী চিঠির ব্যাপারে বলেন, অন্য গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।
উল্লেখ্য রাশিয়ায় তাইওয়ানভিত্তিক প্রযুক্তি কোম্পানির ভালো বাজার নেই। দেশওয়ারি আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ না করলেও গত বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপ থেকে এসেছে মোট আয়ের এক-তৃতীয়াংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।