আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক করপোরেট প্রতিষ্ঠান রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং ও জারা।
জারার মূল কোম্পানি হলো স্পেনভিত্তিক পোশাকের খুচরা বিক্রয় কোম্পানি ইন্ডিটেক্স। এক বিবৃতিতে ইন্ডিটেক্স জানিয়েছে, রোববার (৬ মার্চ) রাশিয়ায় জারা, ওয়শো, বেরশকা, স্ট্রাডিভারিয়াসসহ তাদের ৮টি ব্র্যান্ডের ৫০২টি দোকান বন্ধ করে দেবে।
একইভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং রাশিয়ায় সরবরাহ স্থগিত করেছে। রাশিয়ায় সবচেয়ে বেশি স্মার্টফোন যায় স্যামসাং থেকে। এ ছাড়া অনলাইনভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যালও রাশিয়ায় সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে দিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গত এক সপ্তাহে অ্যাপল, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্স।
এছাড়াও করপোরেট নিষেধাজ্ঞার বাইরে একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। সর্বশেষ রাশিয়াকে সুইফট থেকে বের করে দেওয়া দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে।
সূত্র- বিবিসি, দ্যা ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।