জুমবাংলা ডেস্ক : ‘শুরু থেকেই আমি বলে আসছি, আমার মেয়েটা নির্দোষ। মিন্নি তার স্বামীর হ’ত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত না। মেয়েটি আমার বারবার চিৎকার করে বলেছে যে, সে তার স্বামীর হ’ত্যার সঙ্গে জড়িত না। সবাই দেখেছে, সারা দেশের মানুষ দেখেছে; মিন্নি রিফাতকে বাঁচানোর জন্য নিজের জীবনবাজি রেখে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেছে। আজ আরেকটা ভিডিও প্রকাশ হয়েছে। এবার সারা দেশের মানুষ দেখুক, আমার মেয়েটা নির্দোষ, সে কোনো অন্যায় করেনি।’
চাঞ্চল্যকর রিফাত শরীফ হ’ত্যাকাণ্ডের আরও একটি ভিডিও প্রকাশ হয়েছে। নতুন ভিডিওটি ধারণ হয় বরগুনা জেনারেল হাসপাতালের সিসি ক্যামেরায়। নতুন এ ভিডিও প্রসঙ্গে সোমবার (১৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন শিশির।
ভিডিওতে দেখা যায়, রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি একাই রিকশায় করে হাসপাতালে যান। রিকশাটি দ্রুত চলছিল। মিন্নি তার স্বামী রক্তাক্ত রিফাতকে জড়িয়ে ধরে রিকশায় বসে আসেন। রিকশাটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে থামলে তাকে দ্রুত হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্নিকে খুবই বিচলিত এবং দুঃখী দুঃখী চেহায় দেখা যায়।
এই ভিডিও গত ২৬ জুন সকাল ১০টা ২১ মিনিটে ওই সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, রিকশাটি ছিল ব্যাটারিচালিত। রিকশায় রিফাত রক্তাক্ত ও অচেতন ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়ানো এক যুবক রিফাতকে বহন করা রিকশার দিকে ছুটে আসেন। তিনি হাসপাতালের ভেতর থেকে একটি স্ট্রেচার এনে তাতে রিফাতকে তুলেন। এ সময় উপস্থিত অনেকেই এগিয়ে আসেন। রিফাতকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়। এরপর মিন্নি হাসপাতালের সামনে উপস্থিত একজনের মুঠোফোন থেকে কল দিয়ে কারো সঙ্গে কথা বলেন। পরে তিনি হাসপাতালের ভেতরে স্বামীর কাছে যান। এর কিছুক্ষণ পরই মিন্নির বাবা ও চাচা হাসপাতালে পৌঁছান।
বিধবা আয়েশা সিদ্দিকা মিন্নি আছেন বাবার বাড়িতে। তিনি তার স্বামী রিফাত শরীফ হ’ত্যা মামলার প্রধান সাক্ষী ও আসামি। এ মামলায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। দুই শর্তে হাইকোর্টের রায়ে জামিন পেয়ে মিন্নি তার বাবা মোজ্জাম্মেল হোসেন কিশোরের জিম্মায় রয়েছেন।
গত ২৬ জুন রিফাত শরীফকে কু’পিয়ে হ’ত্যা করা হয়। পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে। পরে মিন্নির শ্বশুর তার ছেলেকে হ’ত্যায় পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ করে সংবাদ সম্মেলন করলে ঘটনা নতুন দিকে মোড় নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।