
আন্তর্জাতিক ডেস্ক: লোহিতসাগরের সুদানি উপকূলে একটি সামরিক নৌঘাঁটি নির্মাণের জন্য সুদানের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। খবর মিডল ইস্ট মনিটর’র।
বুধবার এই খসড়া চুক্তির কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
প্রস্তাবিত এই নৌঘাঁটিতে ৩০০ জনের সেনা ও কর্মী অবস্থান করতে পারবে। এছাড়া থাকবে পারমাণবিক সরঞ্জামসহ জাহাজ। তবে একসঙ্গে চারটির বেশি জাহাজ নোঙর করতে পারবে না।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তির খসড়া নিয়ে সুদানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চুক্তিটি পাঠানো হবে।
বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে সুদান নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। এর বিপরীতে তারা রুশ যুদ্ধজাহাজ ও ক্রুদের সেবা প্রদানের জন্য সুদানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে।
রাশিয়া দেশটিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।