স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের।
দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেছেন, বোলিংয়ে প্রথম দশ ওভারেই পিছিয়ে পরেছে বাংলাদেশ।
মুশফিক ও মেহেদীর ব্যাটিংয়ে ২৩৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। কিন্তু এত অল্প রান ডিফেন্ড করতে ভালো বোলিংটা জরুরী আর সেটি করতে পারেনি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশ যেখানে পাওয়ার প্লেতে করেছে ৩৬ রান সেখানে শ্রীলঙ্কা তুলেছে ৬৯ রান। আর সেটিই বললেন মুশফিকুর রহিম।
মুশফিক বলেন, আমরা যদি ২৭০-২৮০ করতে পারতাম তাহলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। তারপর ও এটি চ্যালেঞ্জিং স্কোর। কিন্তু আমরা বোলিংয়ে প্রথম দশ ওভারে সেটা করতে পারিনি। আর বোলিংয়ে প্রথম দশ ওভার ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।