ওই শিশুটির শারীরিক সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ এপ্রিল ওই শিশুর নমুনা সংগ্রহ করে এবং সেখানেই পরীক্ষা করা হয়। ওই শিশুর পরিবার বর্তমানে সাভারে থাকেন বলে জানান তিনি।
মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ১ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৩৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারমধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।