স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব -১৯ টুর্নামেন্টে নিজের বয়স কমানোর প্রতারণায় দুই বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন দিল্লীর ক্রিকেটার প্রিন্স রাম নিবাস যাদব।
ভারতে অনূর্ধ্ব -১৯ টুর্নামেন্ট চলাকালীন সময় প্রিন্স রামের বয়স নিয়ে অভিযোগ উঠে। এরপর গত কয়েকদিন ধরেই বিসিসিআই তা খতিয়ে দেখার চেষ্টা করছিলো। রামের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক প্রশংসাপত্রে দেখা যায় তার বয়স সেখানে দেওয়া আছে ১০ জুন ১৯৯৬।
কিন্তু ক্রিকেটার রাম বিসিসিআইতে যে জন্ম প্রশংসা জমা দিয়েছিলেন সেখানে তার জন্ম তারিখ ছিলো, ১২ ডিসেম্বর ২০০১।
রাম যাদব বয়স নিয়ে এমন প্রতারণা করার পর দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় ক্রিকেট আগামী দুই বছর সব ধরণের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করে।
নিষিদ্ধ ঘোষণা করার পর দিল্লী ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এটা নিশ্চিত। আমরা বিসিসিআইয়ের কাছ থেকে জানতে পেরেছি যে, যুবরাজ যাদবকে বয়সের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
অন্যদিকে বিসিসিআই জানায়, বয়স-গ্রুপের টুর্নামেন্টগুলিতে প্রয়োজনীয় সুবিধা অর্জনের জন্য খেলোয়াড়রা এমন কাজ করে থাকে। সেদিক থেকে যাদবও বাড়তি সুবিধা পাবার জন্যই সে তার জন্ম সনদ নতুন করে বানিয়েছিলো।
সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।