এবার ৬জি নেটওয়ার্ক চালু করার ঘোষণা দিল যে দেশ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কোরিয়া ২০২৬ সালে ৬জি নেটওয়ার্ক প্রযুক্তি উন্মোচন করবে। এ লক্ষ্যে দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি ‘কে-নেটওয়ার্ক ২০৩০’ কৌশল নামে একটি পরিকল্পনা প্রকাশ করেছে। প্রযুক্তিগত প্রদর্শনীটি পরিচালনার জন্য কোরিয়া সরকার একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করবে। প্রাথমিকভাবে প্রদর্শনীটির নামকরণ হয়েছে ‘৬জি ভিশন ফেস্ট’। খবর কোরিয়া হেরাল্ড।
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটি ৪৮ কোটি ২৭ লাখ ডলার ব্যয়ের জন্য গবেষণা ও উন্নয়ন প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা পর্যালোচনা করছে। অনুমোদনের পর এ প্রকল্পগুলোয় বাণিজ্যিকীকরণের জন্য ৬জি প্রযুক্তি, ওপেন রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট উপাদান, যন্ত্রাংশ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে।
জার্মান পেটেন্ট বিশ্লেষক প্রতিষ্ঠান আইপ্লাইটিক্সের মতে, কোরিয়ার ৫জি ওয়্যারলেস প্রযুক্তির বৈশ্বিক স্ট্যান্ডার্ড পেটেন্ট শেয়ার ২৫ দশমিক ৯ শতাংশ। খাতটিতে চীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়া। দেশটির মন্ত্রণালয় নীতি ও আর্থিক সহায়তার মাধ্যমে ৬জি স্ট্যান্ডার্ড পেটেন্টের ৩০ শতাংশ বা এর অধিক শেয়ার নিশ্চিত করার পরিকল্পনা করেছে।
কে-২০৩০ নেটওয়ার্ক কৌশল অনুসারে, কোরিয়া ২০২৭ সালে অ্যান্টেনা ও মডেমের কোর প্রযুক্তি পরীক্ষার জন্য পৃথিবীর নিম্ন কক্ষপথে কমিউনিকেশন স্যাটেলাইট চালু করবে। ২০৩০ সালের পর প্রতিরক্ষা ক্ষেত্রে নিম্ন কক্ষপথে যোগাযোগ উপগ্রহ ব্যবহার শুরু হবে। মন্ত্রণালয় জানিয়েছে, সরকার কোয়ান্টাম ইন্টারনেটের একটি পরীক্ষামূলক নেটওয়ার্ক স্থাপন, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিকে সরকারি খাতে প্রসারিত করা এবং কোয়ান্টাম যোগাযোগের বাজার সুরক্ষিত করতে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি উন্নয়নের জন্যও পদক্ষেপ নেবে।