স্পোর্টস ডেস্ক : দুই বছর আগে অর্থ সংকটের কারণে অলিম্পিক ফুটবল বাছাই খেলতে মিয়ানমারে যেতে পারেননি সাবিনা খাতুনরা। এ নিয়ে সমালোচনা কম হয়নি। এবার সেই মিয়ানমারেই মেয়েদের যেতে হবে এশিয়ান কাপ বাছাই খেলার জন্য।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদর দপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সি-গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপের খেলা ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে মিয়ানমারে।
গ্রুপে অপর তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশ অ-১৬ পর্যায়ে ২০১৭ ও ’১৯ সালে টানা দুই বার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনো খেলার সুযোগ হয়নি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়।
এর মধ্যে ছয়টি গ্রুপে চারটি করে এবং বাকি দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ মূল পর্বে অংশ নেবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন এবং আরও দুই শীর্ষ দেশ কোরিয়া ও জাপান সরাসরি মূল পর্বে খেলবে।
৩-০ গোলের দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা
বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু করবে। বাফুফে ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ঈদের পর। সাবিনারা ক্যাম্পে ডাক পেলেও পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন কি না আবার বাটলারও তাদের সবাইকে অনুশীলন করাবেন কি না এই দ্বন্দ্বের এখনো সমাধান হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।