স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। আর এবারের আসরে খেলতে পারবেন না ইংল্যান্ড জাতীয় দলের ওপেনার জেসন রয়। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার ড্যানিয়েল স্যামসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
গতকাল (২৮ আগস্ট) থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য অনুশীলনকালে বাম সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন জেসন রয়।
ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য দলের সঙ্গেই জেসন রয়ের পুনর্বাসন প্রক্রিয়া চলবে। ওই সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
তাহলে আইপিএলে খেলতেও কোনও সমস্যা ছিল না। কিন্তু দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জেসন রয়।
উদীয়মান খেলোয়াড় হিসেবে সম্প্রতি জাতীয় দলে ডাক পান স্যামস। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস ও অ্যালেক্স ক্যারির সাথে দিল্লির দলে যোগ দিবেন তিনি। দিল্লির কোচও অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং।
২৭ বছর বয়সী স্যামস বলেন, যেকোনও ক্রিকেটারের জন্য আইপিএল সবচেয়ে বড় প্লাটফর্ম। ঘরে থেকে প্রতিবছরই আমরা এই টুর্নামেন্টটি খুব ভালো করে অনুসরণ করি।
প্রসঙ্গত, ভারতে করোনার প্রকোপ বেশি থাকায় এবার আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যে সেখানে পৌছে গেছে টুর্নামেন্টর ৮টি দল। বর্তমানে হোটেলে কোয়ারেন্টাইনে আছে সকল খেলোয়াড়। তবে চেন্নাই সুপার কিংসের ১০জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।